গুজরাটে ফিলিপসের বদলে সানাকা

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৯ এপ্রিল, ২০২৫ at ১১:৩২ পূর্বাহ্ণ

গ্লেন ফিলিপসের দুর্ভাগ্যই দাসুন শানাকার জন্য বয়ে আনল সৌভাগ্য। নিউজিল্যান্ডের অলরাউন্ডারের বদলি হিসেবে গুজরাট টাইটান্সে জায়গা পেলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার। আগ্রাসী ব্যাটিং আর কার্যকর মিডিয়াম পেস বোলিং মিলিয়ে বিশ্বজুড়ে টিটোয়েন্টি লিগগুলোয় মোটামুটি চাহিদা আছে শানাকার। তবে আইপিএলে সুযোগ খুব একটা পান না তিনি। ৩৩ বছর বয়সী ক্রিকেটারের আইপিএল অভিজ্ঞতা স্রেফ তিন ম্যাচের। ২০২৩ আসরে গুজরাটেই খেলেছিলেন তিনি। তিন ম্যাচে রান করেছিলেন মোট ২৬, বোলিং করার সুযোগ পাননি। এবার সেই পরিসংখ্যান বদলানোর সুযোগ তিনি পাবেন, যদি জায়গা পান একাদশে। নিলামে দল না পাওয়া অলরাউন্ডারকে ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতে নিয়েছে গুজরাট। ফিলিপসকে হারানো অবশ্য দলটির জন্য বড় ধাক্কা। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং মিলিয়ে যে কোনো দলের জন্যই বড় সম্পদ এই কিউই অলরাউন্ডার। সামপ্রতিক সময়ে দারুণ ফর্মেও ছিলেন তিনি জাতীয় দলের হয়ে। তবে দলীয় কম্বিনেশনের কারণে আসরের শুরুতে সুযোগ পাচ্ছিলেন না গুজরাটের একাদশে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ইহুদী পণ্য বর্জন কমিটির বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধটানা ৪ জয়ে নারী বিশ্বকাপে জায়গা করে নিল পাকিস্তান