গুজরাটে এক রাতে ‘১০২৪ বাংলাদেশি’ আটক

| রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৪:৩৬ পূর্বাহ্ণ

ভারতের গুজরাটে নারী ও শিশুসহ ১ হাজার ২৪ বাংলাদেশিকে আটক করার তথ্য দিয়েছে রাজ্য পুলিশ। আহমেদাবাদ ও সুরাট শহরে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে। গতকাল শনিবার আহমেদাবাদে সংবাদ সম্মেলনে এসে রাজ্য পুলিশের প্রধান বিকাশ সহায় বলেন, অনুপ্রবেশ কিংবা অনুপ্রবেশকারীদের অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় এ অভিযান জরুরি ছিল। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি বলেন, এখন পর্যন্ত এটা ছিল গুজরাট পুলিশের এ ধরনের সবচেয়ে বড় অভিযান। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নির্দেশনায় এক রাতের অভিযানে আহমেদাবাদ থেকে ৮৯০ বাংলাদেশিকে আটক করা হয়। ১৩৪ জনকে ধরা হয় সুরাট থেকে। খবর বিডিনিউজের।

পুলিশের তদন্তের বরাতে রাজ্যের পুলিশ প্রধান বিকাশ দাবি করেন, আটক ব্যক্তিদের সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্বেগজনক সংযোগ পাওয়া গেছে। বেশ কয়েকজন বাংলাদেশি মাদক চোরাচালান ও মানবপাচারসহ বড় ধরনের অপরাধে জড়িত। সম্প্রতি গ্রেপ্তার হওয়া চার বাংলাদেশির কথা তুলে ধরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এদের মধ্যে দুজন আলকায়দার স্লিপার সেলের সন্দেহভাজন সদস্য। গুজরাট পুলিশের প্রধান বলেন, শুক্রবার রাতে আটক হওয়া সবাইকে আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তদন্ত কর্মকর্তারা পশ্চিমবঙ্গের অপরাধ চক্রের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন, যাদের বিরুদ্ধে জাল নথি তৈরির অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গে তৈরি হওয়া জাল নথি ব্যবহার করেই অধিকাংশ বাংলাদেশি গুজরাটসহ ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছে। একটা যৌথ জিজ্ঞাসাবাদকেন্দ্রে এসব বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।

মন্ত্রী সাংভি বলেন, আটক ব্যক্তিরা কীভাবে জাল নথি পেয়েছে, তা প্রমাণসহ পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হবে। ভারতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের উদ্দেশ করে তিনি বলেন, আমি অবৈধ বাংলাদেশিদের স্পষ্ট করে বলছি, দুই দিনের মধ্যে থানায় গিয়ে আত্মসমর্পণ করুন, নয়ত আপনাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এসব অনুপ্রবেশকারীদের যারা আশ্রয় দেয়, আমরা তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেব। আশ্রয়দাতা যেই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়া উপজেলার ২৩ বছর পূর্তি আজ
পরবর্তী নিবন্ধসড়কে বছরের পর বছর দাঁড়িয়ে আছে মরা গাছ