গুঁড়িয়ে দেওয়া হয়েছে চার অবৈধ ইটভাটা

খাগড়াছড়ির মাটিরাঙা

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ৮:৩২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান।

গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো, পৌরসভার ২ নং ওয়ার্ডের ১০ নম্বর ইসলামপুরের মেসার্স এবিএম ইটভাটা, নতুন পাড়ার এসেভেন সেভেন ইটভাটা, ৪ নং ওয়ার্ডের রমিজ কেরানি পাড়ার এমআরবি ইটভাটা ও সদর ইউনিয়নের ওয়াছু এলাকার এ ফাইভ ইটভাটা।

ইউএনও বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব ভাটা ইট উৎপাদন করে আসছিল। উচ্চ আদালতের নির্দেশে এবং পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ভাটাগুলো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবড়দিনের ছুটিতে চলবে এক জোড়া ট্যুরিস্ট স্পেশাল ট্রেন
পরবর্তী নিবন্ধড্রিমসিটি ডেভলপারের ভবন সিলগালা, দুই ভবন মালিককে জরিমানা