গিয়েছিলেন দাওয়াতে, পাওয়া গেল মরদেহ

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৬ অপরাহ্ণ

কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভে এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর এটি টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের কুলাল পাড়ার মৃত সব্বির হাজীর ছেলে হাজী করিম উল্লাহর।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে তার মরদেহ শনাক্ত করে স্বজনরা।

আজ সকাল ১১টায় মেরিনড্রাইভের কচ্ছপিয়া এলাকার কালভার্টের নিচে মরদেহটির সন্ধান পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন বাহারছড়া শামলাপুর ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কোনো ঘনিষ্ঠজনের আমন্ত্রণে দাওয়াত খেতে বের হোন হাজী করিম উল্লাহ (৫১)। কুলাল পাড়া মোড়ের একটি দোকান থেকে আঙুর, আপেল, বিস্কুট ও চানাচুরও কিনেন তিনি।

এরপর কীভাবে বা কোথায় দাওয়াতে গিয়েছেন তা কেউ জানে না। শুধু পরিবারকে বলে বের হয়েছেন দাওয়াতে যাচ্ছেন। এরপর রাতে স্ত্রী তার মোবাইল ফোনে কল দিলে প্রথমে খোলা পেলেও পরে বন্ধ পাওয়া যায়। কিন্তু রাত পেরিয়ে আজ বুধবার সকালে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের ব্রিজে মরদেহটি পাওয়া গেলেও স্বজনরা ওই দিকে খোঁজ নেননি।

পুলিশ অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর হিমঘরে রাখে। পরে রাতে স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি দেখে নিশ্চিত হয়ে করিম উল্লাহর মরদেহ সংগ্রহ করেছে বলে নিশ্চিত করেছেন ভাই হাজী আমান উল্লাহ।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া গ্রামের পশ্চিমে মেরিনড্রাইভ সড়কের কালভার্টের নিচে মরদেহটি পাওয়া যায়। স্থানীয় লোকজন মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়।

বাহারছড়া শামলাপুর ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, “সকাল ৮টার দিকে মরদেহটি দেখে স্থানীয় লোকজন আমাদের খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পাঞ্জাবি-পায়জামা পরা মরদেহটির কোথাও ক্ষতচিহ্ন নাই।”

তবে নাকে-মুখে রক্ত বের হওয়ার চিহ্ন দেখা যায় বলে জানান তিনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, “এ বিষয়ে কাজ করছে পুলিশ। ঘটনার রহস্য উন্মোচন করতে চেষ্টা চলছে।”

পূর্ববর্তী নিবন্ধজায়গা দখলে লোহাগাড়া উপজেলা চেয়ারম্যানের অস্ত্রের মহড়া! (ভিডিও দেখুন)
পরবর্তী নিবন্ধলোকালয় থেকে ধরা অজগরটি গভীর বনে ছেড়ে দিলেন সাপুড়ে