ইংল্যান্ড সফরে দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বের যে সামর্থ্য দেখিয়েছেন শুবমান গিল, তাতে মুগ্ধ রবি শাস্ত্রি। আন্তর্জাতিক ক্রিকেটে উত্তরসূরির দীর্ঘ ক্যারিয়ার দেখছেন ভারতের সাবেক কোচ। তার মতে সময়ের সঙ্গে আরও ভালো ব্যাটসম্যান হয়ে উঠবেন গিল। অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি দিয়ে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে পথচলা শুরু করেন গিল। তার নেতৃত্বে দুই দফায় পিছিয়ে পড়েও পাঁচ ম্যাচের সিরিজটি শেষ পর্যন্ত ২–২ ড্র করে সফরকারীরা। ক্ষুরধার নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও দলকে পথ দেখান গিল। রান স্রোত বইয়ে দিয়ে গড়েন একের পর এক রেকর্ড। চার সেঞ্চুরিতে সিরিজের সর্বোচ্চ ৭৫৪ রান আসে তার ব্যাট থেকে। সাড়ে ৫০০ রানও করতে পারেননি আরও কেউ। ইংল্যান্ডে সফরকারী অধিনায়কদের মধ্যে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত অস্ট্রেলিয়া স্যার ডন ব্র্যাডম্যানকে পেছনে ফেলেন গিল।