অন্তরা হাওয়াইয়ান গীটার শিল্পী গোষ্ঠী, চট্টগ্রামের ৪১তম বর্ষপূর্তি উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে হাওয়াইয়ান গিটার বাদন ‘সুরের ভুবন’ সম্পন্ন হয়েছে। গত ১৬ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাল জয়ী গান ‘আমার মুক্তি আলোয় আলোয়’ সুরে হলের পর্দা উন্মোচিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী গোষ্ঠীর সভাপতি ডা. বাবুল কান্তি সেনগুপ্ত।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশীষ কুমার বৈদ্য। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের গুণীজন হিসেবে সংবর্ধিত হন প্রবীণ গিটার শিল্পী বাবুল কান্তি দে। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ প্রফেসর রিতা দত্ত। তিনি শুদ্ধ সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব আরোপ করেন।
বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ প্রফেসর সুবীর দাস, ইলিয়াছ ইলু, খালিদ খলিল শিমুল, নাহার আহমেদ, প্রকৌশলী মো. মাহবুব আলম খান, মেহবুবা ফেরদৌস, অংকন রানা, রিয়াজ ওয়ায়েজ, রিয়াজ ওয়ায়েজ, শ্যামল মিত্র, এম এ মুসা বাবলু, অ্যাড.প্রবীর রক্ষিত, সুজিত নন্দী,শানু দাস গুপ্ত, প্রদীপ দাস পরাগ, এনামুল হক মজুমদার, ডা. নাজনীন আক্তার সেতু, লায়ন রাজিব সিংহ, ডক্টর রুবেল সেনগুপ্ত,মনজুরুল হক মঞ্জু, সজীব পাল, ঐন্দ্রিলা ঘোষ, পার্থপ্রতিম দাশগুপ্ত, লগ্নজিত সেন, রঞ্জিত কর্মকার।
মূল গিটার বাদন অনুষ্ঠানে বাজালেন প্রবীর রক্ষিত, আশীষ কুমার বৈদ্য, বিশুতোষ তালুকদার, ইলিয়াছ ইলু, মদন মোহন ঘোষ, ডা. বাবুল কান্তি সেনগুপ্ত, কণিকা বৈষ্ণব, প্রতিমা দাশ, অরূপ তালুকদার, সাথী তালুকদার, প্রদীপ দাশ পরাগ, শুক্লা আচার্য্য, দেবাশীষ দত্ত দেবু, ডা. মৌমিতা ঘোষ, তারমিলা উর রহমান, মঞ্জুরুল হক মঞ্জু, অরূপ তালুকদার,প্রদীপ দাশ পরাগ। নৃত্য পরিচালনায় ছিলেন হিল্লোল দাস সুমন। প্রেস বিজ্ঞপ্তি।