চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন যখন প্রায় প্রতিদিনই বিলম্ব, ঠেলাঠেলি আর ভোগান্তিতে শিক্ষার্থীদের ক্লান্ত করে তোলে সেই ট্রেনেই দেখা মিলল এক ভিন্ন দৃশ্যের। শাটলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এক তরুণ, গায়ে সেরওয়ানি, মাথায় পাগড়ি, হাতে প্রচারণা পত্র। পাশে হইচই করছেন শিক্ষার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন।
আসলে এটি কোনো বিয়ের আয়োজন নয়, বরং এক ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে স্বতন্ত্র হয়ে দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. হাবিবুর রহমান নামে এক প্রার্থী। তার এলাকার ছোট ভাই চবি শিক্ষার্থী টি এ শিমুল। মজা করে এলাকার বড় ভাইয়ের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন শিমুল। সেটি আবার বিয়ের সাজে। মজার শর্ত হল– বড় ভাই চাকসুতে জয়ী হলেই ছোট ভাইয়ের বিয়ে দেবেন এমনটা প্রতিশ্রুতি বড় ভাইয়ের। প্রচারণাটি এখন ক্যাম্পাসজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। শিক্ষার্থীরা বলছেন, এমন ‘বিনোদনী প্রচারণা’ শাটলের ক্লান্তি আর নির্বাচনী উত্তেজনার মাঝে এনে দিয়েছে খানিক আনন্দের হাওয়া।
শাহেদ নামের এক শিক্ষার্থী বলেন, প্রতিদিন শাটলে উঠলেই গরম আর ভিড়ে ত্যক্ত হয়ে উঠি। আজকে বিয়ের সাজে ভাইকে দেখে হাসতে হাসতে সারাটা পথ পার হয়ে গেলাম। এমন প্রচারণা সম্পর্কে জানতে চাইলে টি এ শিমুল বলেন, ক্যাম্পাসে প্রার্থীদের এত বিচরণ হচ্ছে যে, বর্তমানে শিক্ষার্থীরা বেশিরভাগই বিরক্ত হচ্ছে তাদের প্রচারণায়। এদিকে আবহাওয়াও খুব গরম হওয়ার ফলে শাটলে প্রচারণা করতে যাওয়াই মুশকিল হয়ে পড়েছে। তাই শত কষ্টের মাঝেও সবাইকে একটু বিনোদন দিয়ে খুশি করার চেষ্টা এবং সেই সাথে তাহসান হাবিব ভাইয়ের ব্যালট নাম্বারটাও যাতে সহজেই সবাই মনে রাখতে পারে এই এইরকম নবাবী স্টাইলে প্রচারণার সিদ্ধান্ত নেওয়া।
এমন ইউনিক প্রচার সম্পর্কে জানতে চাইলে প্রার্থী মো. হাবিবুর রহমান বলেন, চাকসু নির্বাচনে এত এত প্রার্থীর ব্যালট নাম্বার ভোটারদের মনে রাখা কষ্টকর। আবার আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী সবার কাছে একা একা পৌঁছানোটা খুব জটিল, যার কারণে এমন ব্যতিক্রমধর্মী প্রচারণা। আমি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে প্রশাসনিক ভবনের লাল ফিতার যে দৌরাত্ম্য আমি সেটার ভোগান্তি দূর করব এবং সকল সেবা ই–সেবার আওতায় আনতে উদ্যোগী হব। বিশেষ করে দাপ্তরিক কাজগুলো যাতে সহজভাবে শিক্ষার্থীরা সম্পূর্ণ করতে পারে সেটা নিয়ে কাজ করব।
দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন উৎসবমুখর। শাটল ট্রেন থেকে শুরু করে হল, অনুষদ, ক্যাফেটেরিয়া সবখানেই চলছে প্রার্থীদের নানা কৌশলের প্রচারণা। তবে বিয়ের সাজে এই অভিনব উদ্যোগ নির্বাচনী প্রচারণায় যোগ করেছে এক রঙিন, আনন্দমুখর মাত্রা।