গায়ে ফুটবল পড়ায় বিতণ্ডা-হামলা, আহত ১০

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ১৬ ডিসেম্বর, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে বাড়ির আঙ্গিনায় ফুটবল খেলার সময় বৃদ্ধার গায়ে ফুটবল পড়ার পর কথা কাটাকাটিকে কেন্দ্র করে হামলায় দুই নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় এক নারীর কানের দুল ছিনতাইয়েরও অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরক্তকরবীর আয়োজন ও আলোর পথযাত্রী