গায়ক ইব্রাহীম মারা গেছেন

| শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৪:৪৩ পূর্বাহ্ণ

আশির দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মো. ইব্রাহীম মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেতের নিজ ভাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন এই গায়ক। এতথ্য নিশ্চিত করেছেন গীতিকার দেলোয়ার আরজুদা শরফ। তিনি জানিয়েছেন, বাদ আসর প্রয়াত এই শিল্পীর জানাজা অনুষ্ঠিত হবে। খবর বাংলানিউজের।
আশির দশকে বিচ্ছেদ ও মরমি গানের জন্য সমাদৃত ছিলেন মো. ইব্রাহীম। ৪১টি অ্যালবামসহ প্রায় সাড়ে চার শ’ গান করেছেন জনপ্রিয় শিল্পী। কিছু চলচ্চিত্রেও গেয়েছেন তিনি। মো. ইব্রাহীমের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘কোনো একদিন আমায় তুমি খুঁজবে’, ‘কি আছে জীবনে আমার’, ‘জীবন চলার পথে ওগো বন্ধু’, ‘তুমি কি কখনো জানতে চেয়েছো’।

পূর্ববর্তী নিবন্ধবিচারকের আসনে সারা যাকের, মৌ
পরবর্তী নিবন্ধযথেষ্ট পেয়েছি এদেশ থেকে