নগরীর সদরঘাটে আগুন পোহাতে গিয়ে মো. মাসুম নামে এক কার্গো চালক অগ্নিদগ্ধ হয়েছেন। গত শনিবার গভীর রাতে মাঝিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাসুম সদরঘাটের মাঝিরঘাট এলাকার আবুল হাশেমের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।
জানা যায়, গ্যারেজে গাড়ি রেখে পাশেই একটি জায়গায় আগুন পোহাতে গেলে হঠাৎ করে তার শরীরে আগুন ধরে যায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করান।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম আজাদীকে বলেন, রাতে অগ্নিদগ্ধ এক গাড়ির ড্রাইভার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে বার্ন ইউনিটে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।