গাড়ি ঠেলে যানজট মুক্ত করতে নামলেন বাঁশখালীর মেয়র

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

ইফতারের আগ মুহূর্ত। সবাই নিজ নিজ গন্তব্যে গিয়ে ইফতার করতে ছুটছেন। এ সময় বাঁশখালী পৌরসভার ব্যস্ততম মিয়ার বাজার এলাকায় একটি ট্রাক অচল হয়ে পড়ায় দুপাশে যানজটের ফলে গাড়ির দীর্ঘ সারি। এ সময় বাঁশখালী পৌরসভার মেয়র অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোছাইন নিজ গাড়ি থেকে নেমে পড়েন।

ঠেলতে শুরু করেন গাড়ি। যানজট নিরসনে মেয়রের গাড়ি ঠেলতে দেখে অন্যরা এসে তাতে সহযোগিতা করায় মুহূর্তে যানজট কমে যায়। অনেকে এ সময় মেয়র গাড়ি ঠেলে বলে কথা বললেও মেয়র এস এম তোফাইল বিন হোছাইন বলেন, আমি জনগণের সেবক হতে চাই।

তাই জনগণের সুবিধায় এ কাজ করতে পারা আমার জন্য গর্বের বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য ব্যবস্থায় কমিউনিটি ক্লিনিক যুগান্তকারী মডেল
পরবর্তী নিবন্ধসরকারের উন্নয়ন সফলতা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে