ভারতে মন্ত্রীপুত্র গ্রেপ্তার

গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যা

| সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১১:৪৪ পূর্বাহ্ণ

ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার অভিযোগে ঘটনার পাঁচ দিন পর কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র মনুকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ১২ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করার পর আশিসকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আশিসের বক্তব্যে অসঙ্গতি পাওয়ায় ও তদন্তে অসহযোগিতা করায় উত্তর প্রদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রোববার তাকে আদালতে হাজির করা হতে পারে। গত রোববার লখিমপুর খেরিতে ভারতের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের বিক্ষোভ চলাকালে মিছিলে ঢুকে পড়া মন্ত্রীর গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় চার কৃষকের। মুহূর্তেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান প্রতিবাদকারীরা, চলে গণপিটুনিও। সেই সহিংসতার মধ্যে পড়ে নিহত হন আরও ৪ জন। কৃষকরা বলছেন, গাড়িটি চালাচ্ছিলেন প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। তবে গাড়িচাপার ঘটনার সময় ছেলে আশিস ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেন অজয় মিশ্র। যে গাড়িটি বিক্ষোভকারীদের চাপা দিয়েছে সেটি তাদেরই মালিকানাধীন বলে স্বীকার করলেও ঘটনার সময় ছেলে আশিস গাড়িতে ছিলেন না বলে দাবি করেছিলেন অজয়। কিন্তু অজয় অস্বীকার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিও দেখে গাড়িচাপার ঘটনায় তার ছেলেরই জড়িত থাকার আলামত মিলছে। গাড়িচাপায় কৃষক হত্যার ঘটনা নিয়ে এরপর সরগরম হয়ে ওঠে ভারতের রাজনীতি। নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে ঘটনার দিন রাতেই লখিমপুর খেরিতে রওনা দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু পুলিশ তাকে আটকে দেয়। ৩০ ঘণ্টা আটক রাখার পর প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করা হয়। আটকানো হয় আরেক বিরোধীদলীয় নেতা অখিলেশ যাদবকেও।

পূর্ববর্তী নিবন্ধরনির হ্যাট্রিকে মোহামেডান ব্লুজের প্রথম জয়
পরবর্তী নিবন্ধআর্থিক কেলেঙ্কারি অস্ট্রিয়ার চ্যান্সেলরের পদত্যাগ