চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বর্তমানে কারিগরি শিক্ষাকে সরকার প্রধান্য দিয়ে কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টির ক্ষেত্র প্রস্তুত করছে। গার্হস্থ্য অর্থনীতি শিক্ষা গ্রহণ করতে পারলে চাকরির ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে। গার্হস্থ্য অর্থনীতি বর্তমান সময়ে একটি সময়োপযোগী শিক্ষা কার্যক্রম। তিনি চসিক পরিচালিত গার্হস্থ্য অর্থনীতি কলেজকে একটি আধুনিক কলেজ হিসেবে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন। গতকাল শনিবার উত্তর হালিশহর হাউজিং স্টেট সংলগ্ন এলাকায় গার্হস্থ্য অর্থনীতি সিটি কর্পোরেশন কলেজের পরিচালনা পর্ষদের সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। কলেজ অধ্যক্ষ আলম আকতারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, মো. ইলিয়াস, মো. আব্দুল মান্নান, কলেজ পরিচালনা পরিষদের প্রাক্তন সভাপতি জালাল আহমেদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, কলেজের অধ্যাপিকা মোনায়ারা বেগম, রিজিয়া বেগম ছবি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।