গার্ল গাইডস এসোসিয়েশনের গাইডার সম্মেলন

| বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন চট্টগ্রাম জেলার ব্যবস্থাপনায় গত ৯ নভেম্বর মোটেল সৈকতে গাইডার সম্মেলন অনুষ্ঠিত হয়। অতিরিক্ত আঞ্চলিক গাইড কমিশনার প্রফেসর রীতা দত্তের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ, শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান, ডা. খাস্তগীর স্কুলের প্রধান শিক্ষক শাহিদা আক্তার এবং জেলা গাইড কমিশনার মোশফেকা আক্তার চৌধুরী। প্রধান অতিথি বলেন, আমাদের শিশুকিশোরী এবং তরুণী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নেতৃত্ব দানের যোগ্যতা, শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধের বিকাশে গাইডিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাইডিংয়ের যে ১০টি নিয়মাবলী আছে সে নিয়মাবলী একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে তোলার সহায়ক। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাইডের কার্যক্রম সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষিকাবৃন্দকে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি গাইডিং কার্যক্রমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, গাইড সদস্য এবং জেলা ও আঞ্চলিক কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র ট্রেনার ইশরাত জাহান শিল্পী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে পুড়ে মারা যাওয়া তিনজনের লাশ ঢাকায়
পরবর্তী নিবন্ধতফসিলকে স্বাগত জানালেন রওশন