বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ৪৩তম জাতীয় পরিষদ অধিবেশন শুরু হয়েছে। ২৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ। চট্টগ্রামের স্টেশন রোডস্থ হোটেল সৈকতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহ্রিয়ার কবীর। সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার ও স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম। অধিবেশনের শেষে সকল অঞ্চলের সমন্বয়ে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জাতীয় কার্যালয়সহ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, কুমিল্লা, রংপুর ও ময়মনসিংহসহ ১০ অঞ্চল থেকে তিন শতাধিক কাউন্সিলর অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।