নগরের সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল আলম শিকদার (৬০) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই ব্যক্তি তার সহযোগীদের নিয়ে লোকজনকে বিদেশ পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানিয়েছে র্যাব। অভিযুক্ত ফরিদুলের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। তার বাবার নাম মোজাফফর আহমেদ শিকদার। গতকাল মঙ্গলবার র্যাব জানায়, মেসার্স আকবর ইন্টারন্যাশনাল নামে একটি এজেন্সি নগরের বিভিন্ন এলাকায় কম খরচে সার্বিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, জর্ডানে জরুরিভাবে দক্ষ গার্মেন্টস শ্রমিক নেওয়া হচ্ছে বলে লিফলেট বিতরণ করে। পরে গার্মেন্টস কর্মীরা লিফলেট দেখে তাদের সঙ্গে যোগাযোগ করে। চক্রটি ভুক্তভোগীদের বিদেশ পাঠানোর নাম করে ভুয়া মেডিকেল পরীক্ষা করে। এরপর তাদের পাসপোর্ট জিম্মি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে। একপর্যায়ে এজেন্সিটি ভুক্তভোগীদের বিদেশ প্রেরণ না করে তাদের অফিস বন্ধ করে দেয়। সহজে যাতে খুঁজে না পায়, সেজন্য চক্রটি শহরের বিভিন্ন স্থানে অবস্থান করে। এ নিয়ে ভুক্তভোগীরা চট্টগ্রাম র্যাবের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে প্রতারক চক্রটিকে গ্রেপ্তারে মাঠে নামে র্যাব। গত রোববার চক্রের মূলহোতা ফরিদুল আলমকে আটক করা হয়। সহযোগীদের নিয়ে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে ২২ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।