গার্মেন্ট টিইউসির শ্রমিক নেতা দিলীপ নাথ স্মরণসভা

| সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে আয়োজিত শোক সভায় নেতৃবৃন্দ বলেছেন, একজন ডিপ্লোমা প্রকৌশলী হয়েও সারা জীবন শ্রমিক আন্দোলনে আত্মনিয়োগ করেছিলেন শ্রমিক নেতা দিলীপ নাথ।

তিনি গার্মেন্ট শ্রমিক টিইউসি ছাড়াও চট্টগ্রাম বেকারি অ্যান্ড কনফেকশনারি ওয়ার্কার্স ইউনিয়ন, শিপ ব্রেকিং শ্রমিক সংগঠনেও নেতৃত্ব দিয়েছেন। শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মো. আবু হানিফ।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য রাহাতউল্লাহ জাহিদ, নুরুল আবছার লিটন, রিংকু দে, আলাউদ্দিন বাবলু, মো. রাশেদুল ইসলাম, মো. দিদারুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহলা দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল আজ
পরবর্তী নিবন্ধবাঁশখালীর খানখানাবাদে পুকুরে ডুবে শিশুর মৃত্যু