আওলাদে গাউছুল আজম মাইজভান্ডারী হযরত গায়েবী ধন (কঃ) এর ৩৮ তম বার্ষিক ওরশ আজ ফটিকছড়ির আজিম নগরে গাউছিয়া গায়েবী ধন মঞ্জিলে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে গোসল শরীফ, গিলাফ ছড়ানো, মিলাদ মাহফিল, খতমে কোরআন, খতমে গাউছিয়া ও তবারুক বিতরণ।
আখেরী মোনাজাত পরিচালনা করবেন মাওলানা শাহ্সূফী সৈয়দ আবুল মনছুর আল–মাইজভান্ডারী। উক্ত ওরশ শরীফে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভক্তবৃন্দদের উপস্থিত হওয়ার জন্য আঞ্জুমানে আশেকানে হযরত গায়েবী ধন মাইজভান্ডারীয়া’র মহাসচিব শাহ্সূফী সৈয়দ ইরফানুর রহমান (মিজান) আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।