গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরা হলো না যুবকের

হাটহাজারীতে ডাম্প ট্রাক চাপায় বাইক আরোহীর মৃত্যু, আহত ১

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৮ মে, ২০২৫ at ৪:৪০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গভীর রাতে ডাম্প ট্রাক চাপায় মো. ফয়সাল মুনতাসির (২৪) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে তুষার আবদুল্লাহ নামে অপর এক আরোহী। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে হাটহাজারী পৌরসভার মীরেরখীল বড়ুয়াপাড়া এলাকায় হাটহাজারীনাজিরহাট সড়কে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হেদায়েত আলী বাড়ির মো. কামাল উদ্দিনের পুত্র। অপরদিকে আহত তুষার ফটিকছড়ি উপজেলার বক্তপুর তালুকদার বাড়ির মো. নুরুল আলমের পুত্র। সূত্রে জানা যায়, ঘটনারদিন রাতে মুনতাসির তার বন্ধু তুষার আবদুল্লাহসহ সমিতিরহাট এলাকায় আরেক বন্ধুর গায়ে হলুদ অনুষ্ঠানে যায়। সেখান থেকে বাসায় ফেরার পথে উল্লেখিত স্থান অতিক্রম করার সময় নাজিরহাটমুখী বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাইক আরোহী দুজন গুরুতর আহত হয়। ঘটনার পর আশেপাশের লোকজন মুনতাসিরকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করালে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আরেক আহত তুষারকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত তুষারের বন্ধু জুবায়ের জানান, দুর্ঘটনাকবলিত ছিল বাইকটি মুনতাসিরের বন্ধু তুষারের। নাঙ্গলমোড়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলী ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রাউজান হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আসাদুল্লাহ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় মৎস্যজীবী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ‘৮৬৪৭’ রহস্যসংখ্যায় ট্রাম্পকে খুনের ইঙ্গিত! তদন্তের মুখে সাবেক এফবিআই পরিচালক