গান নৃত্য আবৃত্তিতে স্মরণ

তিন বরেণ্য সঙ্গীতশিল্পী

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ মার্চ, ২০২২ at ৭:২৬ পূর্বাহ্ণ

গান, নৃত্য ও আবৃত্তিতে সদ্য প্রয়াত ভারতীয় উপমহাদেশের তিন বরেণ্য সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপ্পি লাহিড়ীকে স্মরণ করেছে ভারতীয় সহকারী কমিশন চট্টগ্রাম।
গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ১৯৫১ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা ‘সাঁজা’তে গাওয়া লতা মঙ্গেশকরের সেই কালজয়ী গান ‘তুম না জানে কিস জাহা ম্যায়’ পরিবেশন করেন মন্দিরা চৌধুরী। কোকিলকণ্ঠী গায়িকা খ্যাত লতা মঙ্গেশকরের গানটি শুনে বয়োবৃদ্ধ অনেক দর্শক নষ্টালজিক হয়ে পড়ে। পরে শিল্পী ডা. অনিন্দিতা চৌধুরী গেয়ে শুনান লতা মঙ্গেশকরের ১৯৬৫ সালের গাওয়া জনপ্রিয় গান ‘আজ ফির জিনে কী তামান্না’। শিল্পী আশাবরী ইরাবান পরিবেশন করেন ‘ওহ কৌন থি’ সিনেমার ‘লাগ জা গলে’ গানটি। গানটি গাওয়ার সময়ে দর্শকরাও যেন সুরের মোহনায় হারিয়ে যান। উপস্থিত অনেক দর্শককে শিল্পীর সাথে সুর মিলিয়ে গাইতে দেখা যায়। লতা মঙ্গেশকরের গাওয়া শেষ গানটি পরিবেশন করেন সেঁওতা বড়ুয়া। তিনি সেই কালজয়ী বাংলা গান ‘প্রজাপতি, ও প্রজাপতি পাখনা মেলো’ গানটি গেয়ে দর্শকদের বিমোহিত করেন।
অনুষ্ঠানে গার্গি দত্ত পরিবেশন করেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের ‘মধু মালতি ডাকে আয়’। মন্দিরা চৌধুরী পরিবেশন করেন ‘মায়াবতী মেঘে এল’ এবং জান্নাতুল ফেরদৌস সামিহা পরিবেশ করেন ‘শুধু গানের দিন’। ডা. অনিন্দিতা চৌধুরী গেয়ে শোনান সন্ধ্যা মুখোপাধ্যায়ের জনপ্রিয় গান ‘হয়তো কিছু নাহি পাবো’।
অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে ডিস্কো ড্যান্সার খ্যাত শিল্পী বাপ্পি লাহিড়ী। কিংবদন্তী এই শিল্পীর চারটি গানই পরিবেশন করেন প্রীতম ভট্টাচার্য্য। একে একে তিনি গেয়ে শোনান ইয়াদ আরাহে হ্যায়, চিরদনই আমি যে তোমার, আমার এই জীবন মরণ এবং সেই বিখ্যাত ‘আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার’ গানটি। এ সময় দর্শকদের নেচে গেয়ে উপভোগ করতে দেখা যায়। পরবর্তীতে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্মরণে শিল্পী ভট্টাচার্য পরিবেশন করেন ‘শোনো একটি মুজিবুরের থেকে’ গানটি। এছাড়া অনুষ্ঠানে সম্মিলিত আবৃত্তি পরিবেশন করেন প্রমা আবৃত্তি সংগঠনের সদস্যরা। এছাড়া নৃত্যশিল্পী প্রমা অবন্তীর পরিচালনায় নৃত্য পরিবেশিত হয়।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে ভারতীয় সহকারী কমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, ভারতীয় উপমহাদেশের তিন বিখ্যাত শিল্পী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপ্পি লাহিড়ীকে এর চেয়ে ভালোভাবে স্মরণ করা যায় না। এছাড়া আজকের দিনটি বাংলাদেশের জন্য মহান দিন। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ওনার ডাকে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল।
প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্র্য ড. শিরীণ আখতার, ভারতীয় সহকারী কমিশনারের স্ত্রী সুষ্মিতা রঞ্জন, রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান এবং ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব উদপ জাসহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবয়স্ক ভাতা দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা
পরবর্তী নিবন্ধগণটিকার দ্বিতীয় ডোজ ২৮ মার্চ