গাড়ির চাকা পাল্টাতে গিয়ে চাপা পড়ে প্রাণ গেল তরুণের

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১২ মে, ২০২৫ at ৫:৪৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় জিপের চাকা পাল্টাতে গিয়ে চাপা পড়ে মো. তারেকুল ইসলাম (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান বাংলা বাজারের দক্ষিণে মালি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারেকুল ইসলাম উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পহরচান্দা এলাকার মৃত নুরুল কবিরের পুত্র ও পেশায় জিপ গাড়ির হেলপার। স্থানীয়রা জানান, ঘটনাস্থলে জ্বালানি কাঠবাহী জিপ গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। হেলপার ‘হাইড্রোলিক জ্যাকের’ উপর গাড়িটি দাঁড় করিয়ে চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় ‘হাইড্রোলিক জ্যাক’ সরে গিয়ে গাড়িটির নিচে চাপা পড়েন তারেকুল ইসলাম। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, বিষয়টি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। তারা ঘটনাস্থলে এসে তারেকুল ইসলামের মরদেহ গাড়ির নিচ থেকে উদ্ধার করা হয়। পরে তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী ও চন্দনাইশে নিয়ন্ত্রণ হারালো দুই বাস, আহত ২০
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে উৎসবমুখর পরিবেশে সাম্পান বাইচ প্রতিযোগিতা