চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গাড়িটির সামনে ‘ইনফো বাংলা’ নামের একটি প্রেস স্টিকার লাগানো ছিল। এ সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, ইরফানুল হক ও শাহেদুল ইসলাম। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাতে যমুনা ক্লাবের সামনের রাস্তার উপর একটি নোহা গাড়িটিকে দাঁড়াতে সংকেত দিলে নির্দেশ অমান্য করে গাড়িটি পালানোর চেষ্টা করে। পরে গাড়িটিকে ধাওয়া দিয়ে আটক করা হয় ও সেখানে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত দুইজন জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে যানবাহনে প্রেস স্টিকার ব্যবহার করে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে নগরীতে পাচার করে আসছিল।