গাজী শেরে বাংলার (র.) মাজার পুনর্নির্মাণ কমিটির সভা

| মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

হাটহাজারী বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লামা গাজী সৈয়দ মোহাম্মদ আজিজুল হক আলকাদেরী ইমাম শেরে বাংলা (র.) এর মাজার শরীফ পুনর্নির্মাণ কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানহাটস্থ মোস্তফা হাকিম গ্রুপের প্রধান কার্যালয়ে গতকাল দুপুর ১২ টার দিকে মাজার শরীফ পুর্নর্নির্মাণ কমিটির সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গত ২২ ফেব্রুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত মাজার শরীফ পুর্ননির্মাণের জন্য মুসল্লিদের নিকট থেকে অনুদান গ্রহণ ও ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন অর্থসম্পাদক মাওলানা মুহাম্মদ সোলাইমান আনসারী, মুহাম্মদ হারুন সওদাগর, মাওলানা সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, মাওলানা কাজী মুহাম্মদ মঈন উদ্দীন আশরাফী, শাহজাদা ছৈয়দ বদরুল হক আলকাদেরী, মাওলানা ছৈয়দ মুহাম্মদ ইউনুছ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভবিষ্যৎ প্রজন্মকে মাদকের কালো থাবা থেকে রক্ষার আহ্বান
পরবর্তী নিবন্ধক্যান্সারে আক্রান্ত সৈকত আর নেই