গাজায় যুদ্ধ থামাতে ট্রাম্পের সাহায্য চান শত শত সাবেক ইসরায়েলি কর্মকর্তা

| মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৭:৫৮ পূর্বাহ্ণ

ইসরায়েলের অবসরপ্রাপ্ত প্রায় ৬০০ নিরাপত্তা কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরা গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে নিজ দেশকেই চাপ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লিখিতভাবে আহ্বান জানিয়েছেন। খবর বিডিনিউজের।

এই কর্মকর্তারা বলেছেন, আমরা আমাদের পেশাদারিত্বের জায়গা থেকে বলতে পারি, হামাস এখন আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়। তারা চিঠিতে ট্রাম্পকে লেখেন, আপনার ওপর বেশিরভাগ ইসরায়েলির বিশ্বাসিযোগ্যতাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারকে সঠিকপথে পরিচালিত করতে আপনার সক্ষমতা বাড়াবে। যুদ্ধ বন্ধ করুন। জিম্মিদের ফেরান। দুর্ভোগ বন্ধ করুন। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা ভেস্তে যাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান বাড়ানোর পথে এগুচ্ছেনএমন খবরের মাঝে সাবেক ইসরায়েলি কর্মকর্তাদের এই আহ্বান এল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের ভেতর ঢুকে হামলা চালানোর পর তেল আবিব গাজায় ফিলিস্তিনের এই সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নামে। হামাসের সেদিনের হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছিল বলে ভাষ্য ইসরায়েলের।

জিম্মি হয়েছিল আড়াইশ জন। হামাসের সেই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গত দুই বছর ধরে সাঁড়াশি অভিযানে গাজার ৬০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে, এবং ভূখণ্ডটির সিংহভাগ অংশ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। একইসঙ্গে গাজায় ইসরায়েল অবরোধের কারণে ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় খাবার ফুরিয়ে আসায় সেখানকার ২২ লাখ মানুষের বেশিরভাগই তীব্র অনাহারে ভুগছে। ইসরায়েল গত মেতে সীমিত আকারে ত্রাণ সরবরাহের পথ খুলে দিলেও বহাল ছিল অনেক বিধিনিষেধ। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে যুদ্ধের শুরু থেকে ভূখন্ডটিতে খাবারের অভাবে অপুষ্টিতে ভুগে ৯৩ জন শিশুসহ ১৮০ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইয়েমেন উপকূলে নৌকাডুবি, প্রাণ গেল ৬৮ অভিবাসনপ্রত্যাশীর
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডে স্যুটকেসে মিলল শিশু, নারী গ্রেপ্তার