গাজায় এবার ইসরায়েলের বিমান হামলা

| শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৯:২৯ পূর্বাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরে ‘অভিযানে’ নেমে নয়জনকে হত্যার পর এবার গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযোগ, ফিলিস্তিনিরা রকেট ছোড়ার পর সৈন্যরা ‘অভিযান’ চালিয়েছে। কিন্তু অভিযানের নামে ইসরায়েলি বাহিনী শুক্রবার ভোরে গাজায় বিমান হামলা চালায়।

 

দুই দশকেরও বেশি সময়ের মধ্যে এ অঞ্চলে হামলার ঘটনাটি ছিল সবচেয়ে মারাত্মক। আগামী সপ্তাহে ফিলিস্তিনের এ অঞ্চলে সফর করার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের এ অভিযান তার সফরের ওপর প্রভাব ফেলবে।খবর বাংলানিউজের।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনিরা তাদের দক্ষিণাঞ্চলে পাঁচটি রকেট নিক্ষেপ করেছে। এর মধ্যে তিনটিকে আটকে ফেলা হয়। একটি তাদের অভ্যন্তরে খোলা জায়গায় পড়ে। অপরটি পড়ে গাজার ভেতরেই। যারা এ ঘটনাটি ঘটিয়েছে, জঙ্গি আখ্যা দিয়ে তাদের লক্ষ্যবস্তুতে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধসোনায় মোড়ানো ৪৩শ বছর আগের মমি
পরবর্তী নিবন্ধতিন পার্বত্য জেলায় ‘মাউন্টেন পুলিশ’