গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলের বোমা হামলা, নিহত ২৬

| শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৭:০১ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবাননে যুদ্ধবিরতি শুরু করার একদিন পর গাজায় আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের প্রাণঘাতী অভিযানের পর প্রতিশোধ নিতে ইসরায়েলের সামরিক অভিযান শুরু করে। পরপর থেকে গত ১৩ মাস ধরে চলা যুদ্ধে ২৩ লাখ মানুষের বসতি গাজা উপত্যকা একদম ধ্বংস হয়ে গেছে। খবর বিডিনিউজের। আমি আশা করি লেবাননের মত আমাদেরও যুদ্ধবিরতি হবে। আমি আমার পরিবার নিয়ে নিজের জন্মভূমিতে নিরাপদে বাঁচতে চাই,” বলেছেন গাজার এক বাস্তুচ্যুত নারী আমাল আবু হামিদ। দক্ষিণ গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত পরিবারগুলোকে আশ্রয় দেওয়া একটি স্কুলের আঙিনায় বসে তিনি রয়টার্সকে আরও বলেন, “আল্লাহ চাইলে যুদ্ধবিরতি হবে।” যুদ্ধের আগে জীবন সুন্দর ছিল এখন কিছুই সুন্দর নেই, সব শেষ। আমাদের বাড়িঘর, আমাদের ভাইয়েরা, আর কেউ বেঁচে নেই। দিনে কোনোরকম একবেলা খাবার পাই। এখন তো রুটিও জুটছে না, খুব আক্ষেপ করে বলেন আবু হামিদ।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধনিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্র বানাবে ইরান, নেতানিয়াহুর হুঁশিয়ারি