গাজার উত্তরাঞ্চলে ৪ ইসরায়েলি সেনা নিহত

| সোমবার , ১৩ জানুয়ারি, ২০২৫ at ৯:০৪ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াই চলাকালে চার ইসরায়েলি সেনা নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। খবর বিডিনিউজের।

শনিবার গাজার উত্তর প্রান্তের শহর বেইত হানোনুনে এসব সেনা হতাহত হয়েছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর প্রাথমিক তদন্ত অনুযায়ী, বেইত হানোনুন এলাকায় অভিযানরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদের দিকে গুলি ছুড়তে শুরু করে। আহত ছয় সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সমপ্রতি ইসরায়েলি বাহিনী গাজার উত্তর প্রান্তের শহরগুলোতে তাদের আক্রমণ জোরদার করেছে।

গত অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান এখনও অব্যাহত আছে। প্রথমে উত্তরাঞ্চলের জাবালিয়া শহরে ও পরে বেইত লাহিয়ায় আক্রমণ চালানোর পর ইসরায়েলি বাহিনী এখন বেইত হানোনুনে অভিযান চালাচ্ছে।

এর আগে বুধবার বেইত হানোনুনে আরও তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছিল। এর আগের দুই দিন আরও তিন ইসরায়েলি সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিল। হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত ৪০২ জন সেনা হারিয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদশ মাস আগেই বিয়ে সেরেছেন পড়শী
পরবর্তী নিবন্ধইয়েমেনে পেট্রল পাম্পে বিস্ফোরণে নিহত ৮, আহত ৫০