গাজায় ৩০ শতাংশ হাসপাতাল বন্ধ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৮:২৭ পূর্বাহ্ণ

গাজার একতৃতীয়াংশেরও বেশি হাসপাতাল এবং প্রায় দুইতৃতীয়াংশ স্বাস্থ্যসেবা ক্লিনিক হামলার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় অথবা জ্বালানির অভাবের কারণে বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের মতে, অবরুদ্ধ গাজা উপত্যকার ৩৫টি হাসপাতালের মধ্যে ১২টি এবং ৭২টি স্বাস্থ্যসেবা ক্লিনিকের মধ্যে ৪৬টি বন্ধ হয়ে গেছে। জ্বালানি ঘাটতির কারণে হাসপাতালের জেনারেটরগুলি ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যাবে বলে মঙ্গলবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় হাজারো আহত ব্যক্তির সঙ্গে ইসরায়েলি অবরোধের মুখে হাসপাতালের জীবন রক্ষাকারী সুবিধাগুলিও ধ্বংস হয়েছে। ইসরায়েলি বোমা হামলায় এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং জীবনযাত্রা ভেঙে পড়েছে। অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলের বোমাবর্ষণে প্রায় ৪০ শতাংশ বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের মতে, ছয় লাখ ২৫ হাজারেও বেশি শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হতে পারছে না। ইসরায়েলি হামলায় প্রায় অর্ধেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আনুমানিক ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বিরতি নাকি যুদ্ধবিরতি : ইসরায়েলের হামলায় গাজায় বিপর্যস্ত পরিস্থিতিতে জাতিসংঘে পরস্পরবিরোধী প্রস্তাব রেখেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। উভয় দেশই গাজায় খাদ্য, পানি, চিকিৎসা সরবরাহ এবং বিদ্যুতের ঘাটতি মেটাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব চায়। তবে যুক্তরাষ্ট্র চায়, গাজার বাসিন্দাদের জন্য ত্রাণসাহায্য পাঠাতে সংঘাতে সাময়িক বিরতি। আর রাশিয়া চাইছে, মানবিক যুদ্ধবিরতি। সাধারণত যুদ্ধ পরিস্থিতিতে ‘বিরতি’ দেওয়া ততটা আনুষ্ঠানিক বিষয় নয়। এটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতির চেয়ে স্বল্প সময় স্থায়ী হয়। ‘বিরতি’ আর ‘যুদ্ধবিরতির’ মধ্যে শাব্দিক অর্থে এই পার্থক্য হতে পারে। শনিবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে দেওয়া যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে সংঘাতে বিরতির কথা বলা হয়েছে। তবে মঙ্গলবার রাশিয়া জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে সমর্থন দেবে না। এর চেয়ে নিজেদের ভাষ্য মতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দেশটি। আরব দেশগুলো এই যুদ্ধবিরতির কথাই বলছে।

৬ লাখ আমেরিকানকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি : ফিলিস্তিন অঞ্চলে পূর্ণ মাত্রার স্থলযুদ্ধ শুরু করার ইসরায়েলি হুমকির মুখে যুক্তরাষ্ট্র ৬ লাখ আমেরিকানকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমাদের দ্বিচারিতা নিয়ে সমালোচনা জর্ডানের রানির
পরবর্তী নিবন্ধকর্ণফুলী উপজেলা যুবলীগের বর্ধিত সভা