গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৫০

ইয়েমেনে বিমান হামলায় ৬ জন নিহত

| শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪৬ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের উত্তর গাজা উপত্যকায় কামাল আদওয়ান হাসপাতালের সদর দপ্তরের বিপরীতে একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৫০ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে তিনজন চিকিৎসা কর্মী রয়েছেন। হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি বিমান হামলার পর বেইট লাহিয়া প্রজেক্ট এলাকায় কামাল আদওয়ান হাসপাতালের বিপরীতে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আমাদের তিনজন মেডিকেল স্টাফসহ প্রায় ৫০ জন শহীদ হয়েছেন। খবর বাংলানিউজ/বাসসের।

আবু সাফিয়া আরও বলেন, চিকিৎসা কর্মী ও অন্যান্য কর্মীরা তাদের পরিবারের স্বজনদের নিয়ে ওই ভবনে অবস্থান করছিলেন। নিহতদের মধ্যে আহমেদ সামুর একজন শিশুরোগ বিশেষজ্ঞ, ইসরা একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ফারেস হাসপাতালের একজন রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, গত বছর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৩৯৯ জনে।

ইয়েমেনে ইসরাইলের বিমান হামলায় ৬ জন নিহত : এদিকে ইসরাইলি বিমান বাহিনী বৃহস্পতিবার ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমান বন্দর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। বিদ্রোহী গ্রুপ হুতি পরিচালিত মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় ছয়জন প্রাণ হারিয়েছে। খবর এএফপি’র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসাস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় বলেন, হামলা চলাকালীন সময় তিনি সানা এয়ারপোর্টে অবস্থান করছিলেন। তিনি আরও বলেন, ইসরাইলের বিমান হামলায় তাদের বিমানের একজন ক্রু আহত হয়েছে। বিমানবন্দরে টেড্রোসের উপস্থিতি বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলি সামরিক বাহিনীর কোন প্রতিক্রিয়া জানা যায়নি। ইসরাইল ও হুতিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইয়েমেনের ওই বিমানবন্দর, সামরিক স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালানো হলো।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হানও অভিশংসিত
পরবর্তী নিবন্ধমনমোহন সিংয়ের শেষকৃত্য হবে রাষ্ট্রীয় মর্যাদায়, ভারতে ৭ দিনের শোক