গাজায় সামরিক লক্ষ্য অর্জনে ইসরাইল ব্যর্থ : হামাস

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

প্রায় ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে ইসরাইল সামরিক লক্ষ্য অর্জনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন হামাসের সিনিয়র নেতা খলিল আলহাইয়া। গতকাল বুধবার ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে দেওয়া এক বিবৃতিতে মন্তব্য করেন যুদ্ধবিরতি নিয়ে হামাস প্রতিনিধি দলে নেতৃত্বদানকারী খলিল। খবর বাসসের।

খলিল আলহাইয়া বলেন, যুদ্ধের সময় গাজায় দুর্ভোগের জন্য হামাস ইসরাইলকে কখনো ক্ষমা করবে না। গাজা থেকে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা খবর জানায়। তিনি বলেন, গাজার সকল ভুক্তভোগীর পক্ষ থেকে প্রতিটি রক্তের ফোঁটা এবং প্রতিটি অশ্রু বেদনা ও নিপীড়নের জন্য বলছি, আমরা ভুলব না এবং ক্ষমা করব না।

ইসরাইলি বাহিনী গাজা ভূখণ্ডে তাদের সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন হামাসের সিনিয়র নেতা। যুদ্ধবিরতিতে হামাসের সব শর্ত পূরণ হয়েছে বলে দাবি করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আলরিশেক।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪.৭২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধব্র্যাড পিটের প্রেমে মজে ফরাসী নারীর খসল ৮ লাখ ইউরো