ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ ছিটমহল গাজায় রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত ও আরও ১৪ জন আহত হয়েছেন। সোমবার রাতে গাজার উত্তরাঞ্চলীয় বেইত হানুন এলাকায় ঘটনাটি ঘটেছে বলে মঙ্গলবার সকালে ঘোষণা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। আহত ১৪ সেনার মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে আইডিএফের বরাতে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। খবর বিডিনিউজের।
আইডিএফের দেওয়া তথ্য বলছে, বেইত হানুনে স্থল অভিযান চলার সময় তাদের পদাতিক বাহিনীর ওই সেনাদের লক্ষ্যস্থল করে রাস্তার পাশে পেতে রাখা দূরনিয়ন্ত্রিত তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়, একটার পর আরেকটা। হামাসের যোদ্ধারাই এসব বিস্ফোরণ ঘটিয়েছে। ওই সেনারা হেঁটে অগ্রসর হচ্ছিলেন, কোনো গাড়ির ভেতরে ছিলেন না।
তদন্তে দেখা গেছে, প্রথম ও দ্বিতীয় বোমার আঘাতেই অধিকাংশ সেনা হতাহত হয়েছেন। প্রথম বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন সেনা আঘাত পাওয়ার পর তাদের সাহায্য করার জন্য অন্য সেনারা এগিয়ে এলে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
তৃতীয় বোমাটি বিস্ফোরিত হওয়ার পর হামাসের যোদ্ধাদের একটি সেল ইসরায়েলি সেনাদের ওপর গুলিবর্ষণ করে। ইসরায়েলি সামরিক বাহিনীর বিশ্বাস, হামাসের এই সেলটিই পূর্ববর্তী ২৪ ঘণ্টার মধ্যে এই বোমাগুলো পেতে রেখেছিল। এ নিয়ে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ভূখণ্ডটিতে ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা হামলায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৪৪৯ জনে দাঁড়িয়েছে।