গাজায় যুদ্ধের প্রতিবাদে মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ

| বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

গাজার ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মালদ্বীপে ইসরায়েলিদের জন্য প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর প্রশাসন। পার্লামেন্টে মঙ্গলবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞার একটি প্রস্তাব পাসের পরই প্রেসিডেন্ট মুইজ্জু সেটি অনুমোদন করেন। খবর বিডিনিউজের।

এর মধ্য দিয়ে ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের চলমান নৃশংসতা এবং গণহত্যামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মুইজ্জু সরকারের কঠোর অবস্থানেরই প্রতিফলন ঘটেছে বলে জানানো হয়েছে প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে। এ নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবেই কার্যকর হবে বলে জানিয়েছেন মুইজ্জুর কার্যালয়ের এক মুখপাত্র। সমুদ্রপ্রিয় এবং ভ্রমণপিপাসুদের জন্য অন্যতম একটি সুন্দর দেশ মালদ্বীপ। সেখানকার সাদা বালুকা রাশির সমুদ্র সৈকত, নীল পানি, বিলাসবহুল ওয়াটার ভিলা এবং রিসোর্ট দেখার মতো জায়গা। আরব নিউজ জানায়, মালদ্বীপের সরকারি তথ্যানুযায়ীগত ফেব্রুয়ারি মাসে মালদ্বীপে ভ্রমণ করা ২১৪,০০০ জন বিদেশি পর্যটকের মধ্যে ছিল মাত্র ৫৯ জন ইসরায়েলি। ইসরায়েলিদের ওপর মালদ্বীপ ভ্রমণের আগেও নিষেধাজ্ঞা ছিল। তবে ১৯৯০ এর দশকের শুরুর দিকে মালদ্বীপ ইসরায়েলি পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেয় এবং ২০১০ সালের দিকে দেশটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে অগ্রসর হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধগাজা যুদ্ধবিরতি : ইসরায়েলের নতুন প্রস্তাব, হামাসের মানার সম্ভাবনা কম
পরবর্তী নিবন্ধরুশ ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধ শুরুর জন্য জেলেনস্কিকে দুষলেন ট্রাম্প