গাজায় ভাসমান ঘাটে পৌঁছেছে ত্রাণের প্রথম চালান, জানাল যুক্তরাষ্ট্র

| শনিবার , ১৮ মে, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

গাজায় যুক্তরাষ্ট্রের তৈরি নতুন ভাসমান ঘাটে ট্রাকে করে পৌঁছেছে অতীব জরুরি ত্রাণ সহায়তা। গতকাল শুক্রবার প্রথম এই ত্রাণ গাজায় পৌঁছানোর খবর নিশ্চিত করে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সীমান্ত ক্রসিংগুলোতে ইসরায়েলের কড়াকড়ি এবং তুমুল লড়াইয়ের ফলে খাবার ও অন্যান্য ত্রাণ গাজায় পৌঁছতে সমস্যার মধ্যে এ পথে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এঙে এক পোস্টে স্থানীয় সময় সকাল ৯ টায় গাজা উপকূলের দিকে ত্রাণের ট্রাক রওনা হওয়ার খবর জানিয়েছে। বলা হয়েছে, সমুদ্রপথে করিডোর দিয়ে গাজায় ফিলিস্তিনিদের জন্য বাড়তি ত্রাণ সরবরাহের এ এক চলমান বহুজাতিক প্রচেষ্টা। উপকূলে কোনও মার্কিন সেনা যায়নি বলেও জানানো হয়েছে পোস্টে।

সমুদ্রপথের এই করিডোর দিয়ে দিনে গাজায় ১৫০ টি ত্রাণবাহী ট্রাক পাঠানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। তারই প্রথম ধাপে শুক্রবার ভাসমান ঘাটে পাঠানো হয়েছে ত্রাণের ট্রাক। তবে জাতিসংঘ এবং ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে বলেছে, সামুদ্রিক এই করিডোরকে স্থলপথে ত্রাণ পরিবহণের বিকল্প হিসাবে ধরে নেওয়া ঠিক হবে না। কারণ, স্থলপথে আরও অনেক দ্রুত এবং কার্যকরভাবে খাবার, পানি, জ্বালানিসহ সব প্রয়োজনীয় ত্রাণ গাজায় পৌঁছানো যায়।

পূর্ববর্তী নিবন্ধস্কুলে শিশুর মৃতদেহ, পাটনায় তুলকালাম
পরবর্তী নিবন্ধরাফায় হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিতে আইসিজের প্রতি দক্ষিণ আফ্রিকার আহ্বান