গাজাবাসীদের স্থানান্তর হবে সাময়িক : মার্কো রুবিও

| শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

গাজার ফিলিস্তিনিদের স্থানান্তরের ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী ও আরব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন ডোনাল্ড ট্রাম্পের গাজাবাসীদের পুনর্বাসনের প্রস্তাব কেবল সাময়িক সময়ের জন্য বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর বিডিনিউজের।

গাজার প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে অন্য কোথাও পুনর্বাসিত করার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডের দখল নিয়ে সেটিকে অর্থনৈতিকভাবে উন্নত করবে বলে ট্রাম্প পরিকল্পনা জানানোর পর রুবিও একথা বললেন। ট্রাম্পের ফিলিস্তিনিদের স্থানান্তরে পরিকল্পনা জাতিসংঘ, বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এবং আরব নেতাদেরও সমালোচনার মুখে পড়েছে। সমালোচনার মুখেই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা নিলেন রুবিও। হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট বিষয়টি আরেক দফা স্পষ্ট করার চেষ্টা নিয়ে বলেন, যুক্তরাষ্ট্র গাজায় সেনা মোতায়েনের পরিকল্পনা করছে না। প্রেসিডেন্ট ট্রাম্প সাময়িকভাবে অধিবাসীদের সরিয়ে গাজা পুনর্গঠন করতে প্রতিশ্রুতিবদ্ধ। ওদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও গুয়াতেমালায় এক সফরে গিয়ে বলেন, ট্রাম্পের প্রস্তাব বৈরি নয়, বরং একটি উদারনৈতিক পদক্ষেপ। এতে ওই এলাকাটি নতুন করে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার সদিচ্ছাই প্রকাশ পেয়েছে। গাজাবাসীদের সেখান থেকে সরে যাওয়ার পরিকল্পনাটি কেবল একটি অন্তর্বর্তী সময়ের জন্য। এই সময়ের মধ্যে যুদ্ধে সেখানে যে ধ্বংসস্তুপ জমেছে তা পরিষ্কার করা এবং পুনর্নিমাণ কাজ চলবে। তবে বিবিসি লিখেছে, আন্তর্জাতিক আইনের আওতায় অধিকৃত অঞ্চল থেকে জনগণকে জোর করে অন্য জায়গায় স্থানান্তর করা কঠোরভাবে নিষিদ্ধ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফঙ নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে গাজাবাসীদেরকে স্থানান্তরের ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করে বলেছেন, এই প্রথম তিনি এমন একটি ভাল পরিকল্পনার কথা শুনলেন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে চোরদের মূল্যবান লুটের মাল ডিম
পরবর্তী নিবন্ধট্রাম্পের শুল্কের জবাবে চীনের ৫ চাল