গাজাকে ‘মানবতার লজ্জা’ বলেছেন এরদোগান

| শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ at ৭:৫৭ পূর্বাহ্ণ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বৃহস্পতিবার তিরানায় পৌঁছানোর সাথে সাথে ইসরাইলের ওপর নতুন করে আক্রমণ শুরু করেছেন। সার্বিয়া সফরে যাওয়ার পথে বলকানে প্রথম যাত্রা বিরতিতে তিনি এ মন্তব্য করেন। তিনি আবারো দাবি করেছেন, গাজায় ইসরাইলের পদক্ষেপ ‘গণহত্যা’ সৃষ্টি করেছে। খবর বাসসের। এরদোগান আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামার সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এ গণহত্যাকে ‘মানবতার লজ্জা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরো বলেছেন, ‘আন্তর্জাতিক সমপ্রদায়, আমাদের অবশ্যই অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে এবং ইসরাইলের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধগাজায় আল জাজিরার ক্যামেরাম্যান গুলিবিদ্ধ, সাংবাদিক নিহত
পরবর্তী নিবন্ধবৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ২২