বরিশালের উজিরপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ যাত্রীর প্রাণ গেছে। উজিরপুর থানার ওসি আলী আর্শাদ জানান, যমুনা লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে পিরোজপুরের ভাণ্ডারিয়া যাচ্ছিল। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে সেটি দুর্ঘটনায় পড়ে। বামরাইল এলাকা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে বরিশাল শের–ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর বিডিনিউজের।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মারুফ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। ২০ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
তদন্ত কমিটি : দুর্ঘটনার কারণ তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সাংবাদিকদের বলেন, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।












