আজ কয়েকদিন ধরে চট্টগ্রামসহ সারাদেশের তাপমাত্রা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রাম সহ সারাদেশে ৩৬ থেকে ৪০ ডিগ্রির তাপমাত্রা রেকর্ড হয়েছে। পাহাড়, সমুদ্রে এবং সাগর নদী খাল ঘেরা চট্টগ্রাম। প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে প্রাচ্যের রাণী। আরণ্যক নগরী ও প্রাকৃতিক সমুদ্র বন্দর সমৃদ্ধ চট্টগ্রাম। সারাদেশের লোকদের কর্মক্ষেত্র এবং আয়ের উৎস এই বন্দর নগরী। মূল চট্টগ্রামবাসী তো আছেই, দেশের বিভিন্ন এলাকা লোকজন আসে ভিড় করছে এই নগরীতে। ফলে চট্টগ্রাম শহর এবং আশেপাশের এলাকা জনবহুল হয়ে দিন দিন মূলগঠন বা ভিত্তি হারিয়ে ফেলছে।পাহাড় বেষ্টিত জায়গা সমতল হয়েছে। যা কিছু পাহাড় বাকি আছে বর্ষা আসলে সেখানে পাহাড় ধস হচ্ছে।
প্রতি বছর কিছু মানুষের অকাল মৃত্যু হচ্ছে। আমরা জানি কাঠবিড়ালি বা প্রজাপতি খাঁচা কিংবা বদ্ধঘরে পালন করলে সেটা সঠিক হবে না। এদের জন্য বাগান করতে হবে, গাছ লাগাতে হবে। আমাদের জয়নগর এলাকায় চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র হলেও এখনো প্রজাপতি এবং মাঝে মাঝে কাঠবিড়ালির দেখা পাওয়া যায় তার মূল কারণ আমাদের পূর্বপাশে মরহুম শ্রদ্ধেয় কবির সেটের বিরাট বাগান বাড়ি। আমার জানামতে ওনাদের বাড়িটিই ঘিরে এখনো অনেক গাছপালা রয়েছে যা চট্টগ্রাম শহরের আর কোন বাড়িতে নেই। বড় বড় ফ্ল্যাটবাড়ি ও রাস্তাঘাট উন্নয়নের কারণে, সবুজগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। চুনতির বিশ্বখ্যাত চুনতি অভয়ারণ্য ও এখন ধ্বংসের পথে। বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার রেল পথের জন্য অনেক গাছ কাটা হয়েছে।
এখানে অবশ্যই নতুন করে বনায়ন করতে হবে। নতুন নতুন রাস্তার পাশে ও সারা দেশে সবুজ শ্যামল বৃক্ষরাজির বৃদ্ধি তাপমাত্রার ভারসাম্য ঠিকে থাকবে। যে কথা বলছিলাম জোরজবরদস্তি নয়, কাঠবিড়ালি এবং প্রজাপতি যদি কাছে রাখতে চান তাহলে বাগান করুন। গাছ লাগাও। তাহলে মানুষের অকাল মৃত্যু রোধ হবে এবং চট্টগ্রামের সবুজ শ্যামল আরণ্যক পরিবেশ আরও কিছুদিন অটুট থাকবে। গাছ কাটা বন্ধ এবং বেশি পরিমাণ গাছ লাগালে তাপমাত্রা কমবে।এই বিষয়ে সরকারের বিভিন্ন সংস্থার এবং দেশ প্রেমিক জনগণ সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে।