গাছ কাটার সময় মাথায় ডাল পড়ে শ্রমিকের মৃত্যু

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৪ মে, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

রাউজানে হলদিয়ায় গাছ কাটার সময় মাথায় গাছের ডাল পড়ে মো. শফি (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে ইউনিয়নের ৫ নং ওয়াডের সর্তাখাল পার্শ্ববর্তী ছোলারো টিলায় জনৈক নুরুচ্ছাফার বাগানের গাছ কাটতে গিয়ে।

বাগানের গাছ টাকার সাথে জড়িত শ্রমিকরা বলেছেন তারা কাজে এসেছেন গাছ ব্যবসায়ী মুহাম্মদ খোরশেদের সাথে চুক্তিতে। গাছ কাটার সময় শ্রমিক নিচে বসেছিল। হঠাৎ করে একটি ডাল মাথায় পড়লে তার মাথা ফেটে যায়। এই ঘটনায় উপস্থিত শ্রমিকরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যায়। হতভাগ্য শফি হলদিয়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের বরকইত্যা টিলার মো. মফিজের ছেলে। তিনি ৪ মেয়ে ১ সন্তানের জনক।

পূর্ববর্তী নিবন্ধঅলিউল ইসলাম চৌধুরীর (শুক্কু মিয়া) স্ত্রীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবায়েজিদে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার