গাছ কাটতে বাঁধা দেয়ায় ধোপাছড়ি বিট কর্মকর্তার উপর হামলা

শর্টগান ছিনতাই

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৮:৫৭ পূর্বাহ্ণ

বনবিভাগ দোহাজারী রেঞ্জের আওতাধীন ধোপাছড়ি বনবিট কর্মকর্তা আবদুস সাত্তারকে পাহাড়ি সন্ত্রাসীরা মারধর করেছে। এসময় তার ব্যবহৃত শর্টগানটি নিয়ে যায় সন্ত্রাসীরা। এক পর্যায়ে তিনি উপজাতি পাড়ায় গিয়ে স্থানীয়দের সহায়তায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হন। ছিনতাইয়ের ২০ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পরিত্যক্ত অবস্থায় তার শর্টগানটি উদ্ধার করা হয়।
হামলার শিকার ধোপাছড়ি বনবিট কর্মকর্তা আবদুস সাত্তার জানান, ছনবুনিয়া এলাকায় গাছ কাটার সংবাদ পেয়ে তিনি গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বনপ্রহরীদের নিয়ে ঘটনাস্থলে যান। এসময় গাছ কাটতে বাঁধা দিলে ২০/২৫ জনের একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ সেখানে আসে। তাদের হাতে ছিল ৩টি ভারী অস্ত্র। তারা তাকে মারধর করে সাথে থাকা শর্টগানটি নিয়ে যায়। পরবর্তীতে তিনি উপ-জাতি পাড়ায় গেলে সেখান থেকে তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
ধোপাছড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম জানান, বান্দরবান সীমান্তের ছনবুনিয়া পাহাড়ি এলাকায় পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক বিট কর্মকর্তা মারধরের শিকার হওয়ার খবর পেয়ে গতকাল সহকারী পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। মারধরের সময় নিয়ে যাওয়া বন কর্মকর্তার শর্টগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার জানান, উক্ত ঘটনায় থানায় কোনো ধরনের অভিযোগ করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর মহিলা আওয়ামী লীগের নিন্দা
পরবর্তী নিবন্ধমাস্ক না পরে ঘোরাঘুরি রাঙামাটিতে ৪ জনকে ৮শ টাকা জরিমানা