গাউসুল আজমের ওরশ উপলক্ষে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর নানা কর্মসূচি

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ২২ জানুয়ারি, ২০২৪ at ৯:০৮ পূর্বাহ্ণ

গাউসুল আজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহর (.) ১১৮ ওরশ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী মনোনীত সভাপতি শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারীর স্থলাভিষিক্ত জিম্মাদার আওলাদ শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী ও শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন মাইজভাণ্ডারীর আয়োজনে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে মহাসমারোহে ওরশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী বিভিন্ন শাখা ও দায়রার উদ্যোগে ব্যাপক কর্মসূচী পালন করা হয়। ফরহাদাবাদ শাখা ফরহাদাবাদ ও সমন্বিত শাখা সমূহের উদ্যোগে গত ২৭ ডিসেম্বর ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে জিকিরে গাউসুল আজম মাইজভাণ্ডারী মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোন্তাজেম ও সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী ও শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে গাউসুল আজম মাইজভাণ্ডারী এবাদত খানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই সাথে এবাদতখানা নির্মাণে দুই লক্ষ টাকা, রহম আলী শাহ মাজার পূণঃনির্মাণে এক লক্ষ টাকা, মোহাম্মদিয়া মহিলা মাদ্রাসায় শিক্ষা বৃত্তিতে দশ হাজার টাকা, নূর আলী শাহ মাদ্রাসায় বিশ হাজার টাকা, বেওয়ারিশ রোগীর চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে দশ হাজার টাকা প্রদান করা হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কাজী মুহাম্মদ জানে আলম বাবুল ও সচিব নাজমুল হাসান মাহমুদ শিমুলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হারুয়ালছড়ি দায়রা সংগঠনের উদ্যোগে ১০ মাঘ ওরশ শরীফ উপলক্ষ্যে মানবতার কল্যাণে শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কাজী মুহাম্মদ জানে আলম বাবুল ও সহকারী সচিব মাওলানা মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। মির্জাপুর দায়রা সংগঠনের আয়োজনে ১লা মাঘ গাউসুল আজম মাইজভাণ্ডারীর বেলাদত দিবস স্মরণে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি স্থানীয় এতিমখানা ও দুস্থ শিশুদের মাঝে একবেলা খাবার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি আহ্বায়ক কমিটির সাথে মহানগর শাখাগুলোর মতবিনিময় আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ