গাউসিয়া হক কমিটি শাহগদি মার্কেট শাখার বৃক্ষরোপণ কর্মসূচি গত ২৫ জুলাই উদ্বোধন করা হয়েছে। পটিয়া উপজেলার শাহগদি মার্কেট চত্বরে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য নাসির উদ্দিন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর জন্য সকলের প্রতি আহবান জানান।এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী মো. জাফরুল ইসলাম, মো. আলী আকবর সিকদার, মো. জয়নাল আবেদীন আংগুর। এতে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আবুল কালাম সাদা, শওকত হোসেন জনি, মো. সৈয়দ নবী, নির্মল কান্তি শীল, আহমদ জহুর, শামসুল আলম মধু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শওকত হোসেন জনি। প্রেস বিজ্ঞপ্তি।