গাউসে জামান তৈয়্যব শাহ্ (র) এর ৩১ তম বার্ষিক ওরস উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। গতকাল মঙ্গলবার জসনে জুলুস এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা গাউসে জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়্যব শাহের (র) ৩১ তম বার্ষিক ওরস উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে সংগঠনের সর্বস্তরে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ওরস শরীফের প্রথমার্ধে বেলা ১১ টায় মাদরাসা চত্বরে চারারোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। এ সময় অন্যান্যদের মধ্যে চারারোপণে অংশ নেন কেন্দ্রীয় মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার, মাহবুব খাঁন, চট্টগ্রাম নগর সহ সভাপতি খায়ের মোহাম্মদ, চট্টগ্রাম উত্তর জেলার আহসান হাবীব হাসান, মোহাম্মদ দস্তগীরসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মুনাজাত করেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা এম এ মান্নান।
বক্তারা বলেন, পরিবেশ বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই। আর এই দায়িত্ব পালন করতে হবে সব সচেতন মানুষকে। গাউসিয়া কমিটি বিগত বছরগুলোতেও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছিল। সেই ধারাবাহিকতায় এবারও যেখানেই আল্লামা তৈয়্যব শাহের ওরস হবে সেখানেই বৃক্ষ রোপন কর্মসূচি পালন করতে আওতাধীন সব কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।