গাউসিয়া কমিটি ৫ নং মোহরা ওয়ার্ড কার্যকরী পর্ষদের অভিষেক, পবিত্র মিরাজুন্নবী উদযাপন এবং আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট জেনারেল সেক্রেটারি মরহুম মুহাম্মদ সিরাজুল হক স্মরন সভা গত ১৬ জানুয়ারি কালুর ঘাট মাদরাসা–এ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহবায়ক আহমদ নবী। প্রধান অতিথি ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি কমর উদ্দিন সবুর। প্রধান বক্তা ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কেবিনেট সদস্য মাহমুদ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাগর, জানে আলম, মুহাম্মদ ইমাম হুসাইন কাদেরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ ইব্রাহিম খান হিরো। ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন মুহাম্মদ হাশেম।
সঞ্চালনা করেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম কোম্পানি। বক্তব্য রাখেন মুহাম্মদ লোকমান কোম্পানি, মুহাম্মদ জামশেদুল আলম সুমন, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ আবদুর রহমান, মুহাম্মদ শামসেদ খোখন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ জালাল উদ্দিন মানিক, মুর্শেদ মুহাম্মদ খান, মুহাম্মদ শাহজাহান প্রমুখ। বক্তারা বলেন, ফিতনা ফ্যাসাদের এই যুগে ইমান–আমলের পূর্ণতা পেতে দাওয়াতুল খায়ের বাস্তবায়নের বিকল্প নেই। শপথ বাক্য পাঠ করান চাঁন্দগাও থানা গাউসিয়া কমিটির আহবায়ক মুহাম্মদ হাসেম। মুনাজাত পরিচালনা করেন মুফতি মুর্শেদুল কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।












