গাউসিয়া কমিটি শারজাহ শাখার সংবর্ধনা ও দোয়া মাহফিল

| শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৫ পূর্বাহ্ণ

শারজাহ মোবারক সেন্টারের একটি রেস্টুরেন্টের হলে গত ২২ সেপ্টেম্বর গাউছিয়া কমিটি সংযুক্ত আরব আমিরাত শারজাহ শাখার উদ্যোগে হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মজিআ) এর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন সিরিকোট দরবার শরীফের সাজ্জাদাশীন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মা. জি. আ.)। বিশেষ মেহমান ছিলেন সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ (মা.জি.আ.)। গাউসিয়া কমিটি শারজাহ শাখার সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুহাম্মদ মুছার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ এফ এম মুঈন উদ্দীনের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি ইউএই কেন্দ্রীয় পরিষদের প্রধান উপদেষ্টা মুহাম্মদ শফিক সিআইপি, মুহাম্মদ আজম খান, মুহাম্মদ হারুন, জানে আলম, মুহাম্মদ ইয়াছিন, এয়াকুব, মুহাম্মদ তৌহিদুল করিম, সরোয়ার আলম, মাওলানা ফজলুল কবির চৌধুরী, শফিউল আজম মানিক, সূফী মুহাম্মদ আমিন, মুহাম্মদ নাছের, মোবারক আলী, আবদুল কাদের, দিদারুল আলম, মোহাম্মদ শাহজাহান, লোকমান, নেজাম উদ্দীন, আজম শাহ, আরিফ, এরফান উদ্দিন, শিমুল মোস্তফা, সৈয়দ মুহাম্মদ রেজা প্রমূখ। পরে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলাম বিদ্বেষী অপশক্তির বিরুদ্ধে আ’লা হযরত সত্যের কলম ধরেছিলেন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দেব