গাউসিয়া কমিটি কদম মোবারক শাখার মাহফিল

| বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ, কদম মোবারক শাখার উদ্যোগে হযরত খাজা গরীবের নেওয়াজ মঈনুদ্দীন চিশতী (রহ.) বার্ষিক ওরশ মাহফিল উপলক্ষে খতমে খাজাগান, মিলাদ মাহফিল ও আলোচনা সভা গতকাল বুধবার বাদ মাগরিব কদম মোবারক শাহী জামে মসজিদে সভাপতি আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইমরান হোসেন জুয়েল। প্রধান বক্তা ছিলেন কদম মোবারক শাহী জামে মসজিদের ইমাম কাজী জুবায়েল হোসেন। উপস্থিত ছিলেন মাওলানা মো. নোমান, মাওলানা মো. সোলেমান, মাওলানা শিব্বির আহমেদ, মাওলানা আজিজুল হক, মো. আবু শাহাদাত, মো. হাসেম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে চুরি করা সিএনজি টেক্সি উদ্ধার, যুবক আটক
পরবর্তী নিবন্ধচন্দনাইশে সোমানন্দ মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আজ ও কাল