গাউসিয়া কমিটি বাংলাদেশের আবুধাবি শাখার ব্যাবস্থাপনায় পবিত্র খতমে গেয়ারভী শরীফ, ঈদ পুনর্মিলনী ও গাউসিয়া কমিটির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহর সংযুক্ত আরব আমিরাতে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আবুধাবির জাফরী রেস্টুরেন্ট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবুধাবি শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম। উদ্বোধক ছিলেন আবুধাবি শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ আজিম উদ্দিন।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তাবাসসুম এয়ার ট্রাভেলস এন্ড হজ্ব কাফেলার ম্যানেজিং ডাইরেক্টর হাফেজ মাওলানা মুহাম্মদ হোসাইন, চান্দগাঁও ওয়ার্ড গাউসিয়া কমিটির কার্যকরী সদস্য মুহাম্মদ ইব্রাহিম আমজাদী। আবুধাবী শাখার উপদেষ্ঠা মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ ওসমান তালুকদার, মোহাম্মদ শফি, মোহাম্মদ ওসমান, মাওলানা নুরুল ইসলাম আনসারী, মাওলানা মমতাজুল হক আলকাদেরী, মোহাম্মদ জাহাঙ্গীর।
বক্তব্য রাখেন আবুধাবি শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ কুতুবুল আলম, মাওলানা মঈন উদ্দীন, মাওলানা আলমগীর হোসেন আলকাদেরী, মাওলানা ইয়াকুব, মাওলানা রহমত আলী, মোহাম্মদ এসকান্দর মির্জা, মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু, মোহাম্মদ হাসান, মোহাম্মদ মামুন, মোহাম্মদ ইসহাক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।