গাউসিয়া হক মনজিলে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

| শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:২২ পূর্বাহ্ণ

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) ৩৫তম বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের উদ্যোগে আয়োজিত স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা গত ২৫ সেপ্টেম্বর শান্তিকুঞ্জ ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র মোহাম্মদ এ. কে জাহেদ চৌধুরী, চেয়ারম্যান সরওয়ার উদ্দীন চৌধুরী শাহিন, চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম, চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলম শওকত, চেয়ারম্যান আবুল মনসুর, চেয়ারম্যান জয়নাল আবেদীন, তানভীর হোসাইন, এসএম মোর্শেদুল আমিন ও মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ৪
পরবর্তী নিবন্ধহালদা থেকে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ