ফটিকছড়ির হারুয়ালছড়ি মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.), ওরছে গাউসে পাক আব্দুল কাদের জিলানি (রহ.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির (ক🙂 চন্দ্রবার্ষিকী ফাতেহা উপলক্ষে ওয়াজ মাহফিল ও মাইজভান্ডারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বশর।
মঙ্গলবার (২১ নভেম্বর) হারুয়ালছড়ি আমান বাজারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা ছিলেন– সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারি। বিশেষ বক্তা ছিলেন–মাওলানা মোহাম্মদ আবু তাহের আল কাদেরী। মোহাম্মদ খোরশেদুল আলমের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন– মো. রুবেল সিকদার, মোহাম্মদ তাজ উদ্দীন, কাজী আহসানুল মোরশেদ, মাস্টার মো.দিদার, মো.আলি নেওয়াজ, মোহাম্মদ শহিদুল্লাহ, মো. আহম্মদ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।