গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার দ্বি–বার্ষিক কাউন্সিল গত ৭ সেপ্টেন্বর পটিয়া পৌরসভা খানকা–এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া প্রাঙ্গণে আলহাজ আবদুল হাই মাসুমের সভাপতিত্বে ও অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের সিনিয়র ভাইস– চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ারুল হক, ভাইস–চেয়ারম্যান আবদুল হামিদ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মাহাবুবুল হক খান, সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহী সিকদার, মুহাম্মদ কমর উদ্দিন সবুর, অধ্যক্ষ আবদুর রহিম আনছারী, প্রফেসর জসিম উদ্দিন, আবদুস সাত্তার, নুরুল ইসলাম। বক্তব্য রাখেন মুহাম্মদ ছগির চৌধুরী, মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার।কাউন্সিল অধিবেশনে মুহাম্মদ ছগির চৌধুরী কে সভাপতি, মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টারকে সাধারণ সম্পাদক, অধ্যাপক এম.এ. মান্নান চৌধুরী কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রধান অতিথি পেয়ার মোহাম্মদ বলেন, গাউসিয়া কমিটি এটি গাউসে পাকের আদর্শ অনুসৃত একটি আধ্যাত্মিক সংগঠন। তিনি আসন্ন জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) সফল করতে গাউসিয়া কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।