আজ শনিবার মাইজভাণ্ডার শরীফে গাউছুল আযম মাইজভান্ডারী সৈয়দ গোলামুর রহমানের (ক🙂 খোশরোজ শরীফ অনুষ্ঠিত হবে। আওলাদে রসুল (দ🙂 আওলাদে গাউছুল আযম (ক🙂 ডা. আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভান্ডারীর (মা.) পক্ষ হতে কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য সবার প্রতি আহবান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।